ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপিসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর দায়ে বিএনপি এবং জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সোমবার (০৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এদের মধ্যে ১০ জন বিএনপির এবং বাকীরা জামায়াত-শিবিরের। নাশকতার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫