মানিকগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের তিন উপজেলা থেকে জামায়াতের দুই নেতা ও বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার মধ্যরাত থেকে সোমবার (৯ মার্চ) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন-দৌলতপুর উপজেলা জামায়াতের সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম (৫৭), সাটুরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শওকত আলী (৪৫) ও সিংগাইর উপজেলার বিএনপি কর্মী মাহবুব রহমান নাজমুল (২৬)।
জেলা বিশেষ শাখার উপপরির্দশক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫