গাজীপুর: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে গাজীপুর জেলা সদর ও কাপাসিয়া থেকে বিএনপি-জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ৯ টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ছয় জন সদর থানায় এবং তিন জন কাপাসিয়া থানায় রয়েছেন।
নাশকতা প্রতিরোধে গাজীপুরে পুলিশ, ৠাব ও বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫।