জামালপুল: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোকলেসুর রহমানের (৩২) বাড়ি থেকে দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার দুপুরে জামালপুর শহর থেকে ছাত্রদলের সভাপতি মোকলেসুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মোকলেসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
মাদারগঞ্জ থানায় মোকলেসুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫