বগুড়া: নাশকতা মামলায় বগুড়া জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক সেলিম সরদারসহ জামায়াত-শিবির ও বিএনপির নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) ও জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫