ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
খুলনায় মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার হরতাল

খুলনা: খুলনা মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিনসহ ২০ দলের ৭ নেতাকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত খুলনা জেলা ও মহানগরে ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে খুলনা ২০ দলীয় জোট।



খুলনা মহানগর বিএনপি সভাপতি ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জু সোমবার (৯ মার্চ) দুপুর দেড়টায় এ হরতালের ডাক দেন।

খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আটকের প্রতিবাদে ২৪ ঘণ্টার এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর সাউথ সেন্ট্রাল রোড ও নতুন বাজার এলাকায় মিছিল বের করলে পুলিশ ২০ দলের ৭ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- খুলনা মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিন, খেলাফত মজলিশের মহানগর সাধারণ সম্পাদক মওলানা নাসিরউদ্দীন, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন সেন্টু, ছাত্রদল নেতা সৈকত, তুহিন, রাজু ও জুলহাস।

বাংলাদেশ সময় :  ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।