রংপুর: হত্যাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত রংপুরের মিঠাপুকুর উপজেলা ছত্রিশিবিরের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু (২৮) পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি মিঠাপুকুরের মির্জাপুর গ্রামের নুরুন্নবী শাহের ছেলে।
রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করার সময় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের।
এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
পুলিশ এ ঘটনায় গুলিবিদ্ধ লাবলুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি পেট্রোল বোমা, একটি ককটেল, ৪টি ধারালো অস্ত্র এবং একটি গাছ কাটা করাত উদ্ধার করেছে বলে জানান তিনি।
নিহত লাবলু গত ১৪ ফেব্রুয়ারি রংপুর-ঢাকা মহাসড়কে বাসে পেট্রোল বোমা হামলা মামলার এক নম্বর আসামি। ওই পেট্রোল বোমা হামলায় ৬ জন নিহত হন বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫