ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় যুবদল সভাপতিসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
খুলনায় যুবদল সভাপতিসহ আটক ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় হরতাল-অবরোধের সমর্থনে মিছিলের চেষ্টাকালে মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিনসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। অন্যান্য আটককৃতরা হলেন- মহানগর যুবদল সাধারণ সম্পাদক মওলানা নাসিরউদ্দীন, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন সেন্টু, ছাত্রদল নেতা সৈকত, তুহিন, রাজু ও জুলহাস।



সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড ও নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।