শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর পৌরসভায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ারের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নয়াগাঁয়ে।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মণ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আনোয়ারের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫