ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১০, আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
দিনাজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১০, আটক ৮

দিনাজপুর: দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এসময় বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।



সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুল ইসলাম টুটুলের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জেল রোডের দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

পরে নেতাকর্মীরা মুন্সিপাড়া এলাকায় একত্রিত হয়ে আরো একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ করেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের দিনাজপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ  মিছিলে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।