ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: হরতালের সমর্থনে বগুড়ায় বিএনপির বের করা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেন থেকে মিছিলটি বের হলে বাধা দেয় পুলিশ।

পরে পেছনে ফিরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সূত্রাপুরস্থ সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের বাসভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গোহাইল রোড দিয়ে সাতমাথার দিকে এগোতে থাকলে পৌরপার্ক মার্কেটের সামনে আসলে পুলিশের বাধার সম্মুখিন হয়। পরে ফিরে গিয়ে সূত্রাপুর জাহাজ বিল্ডিং মোড়ে জেলা বিএনপি’র সভাপতি ও স্থানীয় ২০ দলীয় জোটের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তালুকদার বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, ইসলামী ঐক্যজোটের নেতা ইঞ্জিনিয়ার শামছুল হকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ গণতন্ত্রের গলা টিপে হত্যা করার চেষ্টা করছে বলে সভাবেশে অভিযোগ করেন বক্তারা।                

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।