ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই ভূমিকা রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই ভূমিকা রাখতে হবে

ঢাকা: রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) ।

সোমবার (৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



চরমোনাই পীর বলেন, বর্তমানে দেশে অশান্তির দাবানল জ্বলছে। যা শান্তিকামী মানুষের কাম্য নয়। কোনো সুস্থ মানুষের পক্ষে এমন পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশবাসী এ সংকটের শান্তিপূর্ণ উত্তরণ চায়, এ পরিস্থিতি থেকে নিষ্কৃতি চায়।

দু’পক্ষের (আওয়ামী লীগ ও বিএনপি) অনঢ় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিল হচ্ছে দাবি করে তিনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।