ঢাকা: চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি টানা হরতাল ও গণমিছিলের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (০৯ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
হরতাল ও অবরোধের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে দুপুরে শহীদ মিনার এলাকায় একটি বিক্ষোভ মিছিল হয়।
সকালে শাহবাগের শিশু পার্কের সামনে এবং দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
দুপরে ছাত্রদল কেন্দ্রীয় শাখার সহ-সাধারণ ফয়সাল আহমেদ ও রতন বালার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শ্যামলীতে অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল সাড়ে সাতটার দিকে আরও একটি মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে যায় বলে দাবি করেছে ছাত্রদল।
সকালে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বাংলা একাডেমির সামনের সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ফজলুর রহমান খোকন,মাহিন রাজু, সাদ্দাম,জলিল,আশরাফুল, সান,মুন্না,বেলাল, জিকো,অলি ও রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করেছেন ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫