ঢাকা: রাজধানীর বংশালে একটি প্রাইভেট কার, বাসে আগুন ও ৪-৫টি গাড়ি ভাঙচুর ও ৭-৮ ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৯ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে আল-রাজ্জাক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে ১০-১৫ জন দুর্বৃত্ত গাড়িতে আগুন, ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পালানোর সময় স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দেয়।
বংশাল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫