খুলনা: খুলনার দৌলতপুর এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ ৩জন আহত হয়েছেন।
সোমবার (০৯ মার্চ) দিনগত রাত ৯টার দিকে দৌলতপুর কবির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বাস চালক রাজু (৩২), সহকারী চালক (হেলপার) রাব্বি (২৪) এবং অজ্ঞাত পরিচয় এক যাত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নগরীর রয়্যালের মোড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাসে দুর্বৃত্তরা ককটেল হামলা চালালে এতে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সম্পৃক্তদের আটক করতে দৌলতপুর এবং আশে-পাশের এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান শফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫