ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জনসভায় যোগ দিতে বগুড়ায় স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
জনসভায় যোগ দিতে বগুড়ায় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

বগুড়া: বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দিতে বগুড়ায় পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নৈরাজ্য, পেট্রোল-বোমা হামলা, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ১৪ দল আয়োজিত জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা ও স্থাপনা পরিদর্শন করবেন তিনি।



সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে এসে পৌঁছান।

বগুড়া জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) প্রত্যয় হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন স্বাস্থ্যস্থাপনা পরিদর্শন শেষে বিকেল ৩টায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন নাসিম।

গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ. আজম খান ও সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু বাংলানিউজকে জানান, ইতোমধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। অত্যন্ত উ‍ৎসব মুখর পরিবেশে জনগণ মঙ্গলবার জনসভাস্থলে উপস্থিত থাকবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সভাপতি দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, বাসদের কেন্দ্রীয় আহ্বায়ক রেজাউল রশিদ খান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস সিকদার, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হকসহ ১৪ দলের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাক‍ার কথা রয়েছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, ১৪ দলের জনসভাকে কেন্দ্র করে গাবতলী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।