বগুড়া: বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির আহব্বায়ক ফজলুল হক রতনের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে দোয়া মাহফিলসহ ২ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি।
সোমবার (৯ মার্চ) যাদ যোহর জেলার শাজাহানপুর উপজেলার চোপীনগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বিকেল ৩টায় বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রোববার (০৮ মার্চ) রাত ১১টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে বগুড়ার সামছুন্নাহার ক্লিনিকে নেওয়া হয়। সেখানে রাত পৌঁনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি দেশ-বিদেশে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং ৫ ভাই ও ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান বিষয়টি বাংলানিজকে নিশ্চিত করেন।
তার মৃত্যুর খবর শুনে স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার জানাজায় বগুড়া সকল দলের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫