ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ককটেল বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
বগুড়ায় ককটেল বিস্ফোরণে আহত ৩

বগুড়া: বগুড়ায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) দিনগত রাতে জেলা শহরের সাতমাথাসহ সদর ও গাবতলী উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।



আহত ব্যক্তিরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার সাবেকপাড়া এলাকার আজিজার রহমান বাবুর ছেলে মো. মঞ্জু (২০), একই এলাকার জহুরুল ইসলামের ছেলে তৌফিক হাসান মানিক (২০) ও আনুমানিক ১৬ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় পথচারী।

স্থানীয়রা জানান, জেলার সদর ও গাবতলী থানাধীন সীমান্তবর্তী পীরগাছা এলাকায় দুর্বৃত্তরা পরপর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মঞ্জু ও মানিক নামে দুইজন আহত হন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের সাতমাথা বাণিজ্যিক মহাবিদ্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটলে অজ্ঞাত পরিচয় এক পথচারী আহত হন।

এদের মধ্যে মঞ্জুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ‍াবুল বাসার ও গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন ককটেল বিস্ফোরণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তবে কেউ আহত হওয়ার বিষয়টি তাদের জানা নেই বলে জানান।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।