কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০৯ মার্চ) দিনগত রাত ৯টার দিকে হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের মাঠখলা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বাসটি ৩৫-৪০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উদ্দেশে যাচ্ছিল। কিশোরগঞ্জের হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের মাঠখলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। তবে এতে বাস ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, এটা পেট্রোল বোমা নয়। আতঙ্ক সৃষ্টির জন্য বোতলের মধ্যে কেরোসিন তেল ঢেলে বাস লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
** যশোরে আবারও মার্কেটে আগুন