ঢাকা: হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপি, জামায়াত ছাড়াও শিবিরের নেতাকর্মী রয়েছেন।
আটকদের মধ্যে ১১ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবিরের কর্মী বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫