নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রদলের এক নেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার (১০ মার্চ) সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মো. জনি (২৫) নামে ছাত্রদলের এক নেতা রয়েছে। তিনি নড়াইল নগর ছাত্রদলের সভাপতি।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ১১ জন, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় পাঁচ ও নড়াগাতি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫