ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের আনন্দে বিজয় মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে এ বিজয় মিছিল শুরু হয়।
মিছিল শেষে সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী এক সমাবেশে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান। বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজয় মিছিলে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫