ঢাকা: খালেদা জিয়াকে ‘ঘৃণার রানী’ আখ্যা দিয়ে তাকে প্রতিরোধ করতে জনগণকে আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু।
মঙ্গলবার সকালে (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদার রোষানলে পুড়ছে মানুষ, রুখে দাও বাংলাদেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
টুকু বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে। হরতাল-অবরোধ মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মানুষ পুড়িয়ে তিনি ‘অগ্নি রানী’তে পরিণত হয়েছেন।
খালেদা জিয়াকে প্রতিরোধের আহ্বান জানিয়ে টুকু বলেন, খালেদা তার দোসর জামায়াত-শিবিরকে নিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জনগণ এ সন্ত্রাসীদের চায় না। যেখানে বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানে তাদের রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে টুকু বলেন, বাংলাদেশের টাইগাররা ইংলিশদের বধ করেছে। তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫