ঢাকা: বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে আনন্দ মিছিলটি বের করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউসারের নেতৃত্বে মিছিলে ‘সাবাশ টিম বাংলাদেশ, ১৬ কোটি বাঙালি গর্বিত এ বিজয়ে’ লেখা ব্যানার নিয়ে নেচে গেয়ে, গায়ে রঙ মেখে স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।
পরে মিছিলটি জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, জিপিও হয়ে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, ঢাকা মহানগর উত্তর সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরান অংশগ্রহণ করেন।
এছাড়া জাতীয় শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল গুলশান থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫