ঢাকা: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েরে ৫ নম্বর গেটের কাছে মন্ত্রিপরিষদ বিভাগের পত্র গ্রহণ কেন্দ্রের ছাদে ককটেলের বিস্ফোরণ হয়েছে। আরও একটি ককটেল বিস্ফোরিত হয়েছে সচিবালয়ের পাশে পরিবহন পুল ভবনের সামনের রাস্তায়।
মঙ্গলবার(১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর এ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
হরতাল না থাকলেও বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো।
ঘটনার প্রত্যক্ষদর্শী পরিবহন পুল ভবনের সামনে ফুটপাতের ফ্লেক্সিলোড ব্যবসায়ী কাজল বাংলানিউজকে বলেন, প্রায় একই সঙ্গে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তার সামনেই একটি ককটেলের বিস্ফোরণ হয়।
সচিবালয়ের পত্র গ্রহণ কেন্দ্রের কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, বিকট শব্দে একতলা ভবনের ছাদে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় তারা ভবন থেকে ভয়ে বেরিয়ে আসেন।
সচিবালয়ে দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি কেউ।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫/আপডেটেড- ১৪২০