ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়।
প্রেসক্লাবের মূল ফটক থেকে বের হয়ে মিছিলটি কদম ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন।
আনন্দ মিছিলে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেনসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করে দেশব্যাপী আনন্দ মিছিলের কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করা হলো। তবে অবরোধ চলবে।
একইসঙ্গে ক্রিকেটের জয়ে দেশব্যাপী আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণা করে ২০ দলীয় নেতাকর্মীদের তাতে অংশগ্রহণের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫