খুলনা: বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে খুলনায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করে মহানগর আওয়ামী লীগ।
আনন্দ মিছিলটির নেতৃত্ব দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫।