ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বিএনপির আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
গাজীপুরে বিএনপির আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় গাজীপুর ও কালিয়াকৈরে আনন্দ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (১০ মার্চ) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ও  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় মিছিল করে বিএনপি।

  

চান্দনা মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা বসির আহমেদ বাচ্চু। মিছিলটি চৌরাস্তার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

কালিয়াকৈরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল উপজেলার হিজলহাটি থেকে শুরু করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোমবার (০৯ মার্চ) বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এরপর চলমান হরতাল কর্মসূচি শিথিল করে দেশ ব্যাপী আনন্দ মিছিলের কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১০,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।