ঢাকা: ইংলিশদের হারিয়ে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় আনন্দ মিছিল করেছে ২০ দলীয় জোটের শরিক জাগপা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিল করে জাগপা নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, ক্রিকেট উৎসবের প্রেরণায় গণতন্ত্র অর্জন ও স্বাধীনতা রক্ষার সংগ্রাম চলবে।
আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খান, সহসভাপতি ফায়জুর রহমান, সাইদুজ্জামান কবির, যুব জাগপা নেতা শেখ ফরিদউদ্দিন, নজরুল ইসলাম বাবলু, খোরশেদ আলম সুমন, বাদল হোসেন, জাগপা ছাত্রলীগের রাকিবুল ইসলাম রুবেল, নাহিদ হাসান, আবু নাঈম প্রমুখ।
জাতীয় পতাকা হাতে মিছিলটি পুরানা পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিডিয়া উইং শেখ ফরিদউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫