ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

টাইগারদের শুভেচ্ছার ব্যানারসহ আটক রনি-বিশ্বজিৎ

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
টাইগারদের শুভেচ্ছার ব্যানারসহ আটক রনি-বিশ্বজিৎ ছবি : সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙাতে গুলশান এসেছিলেন বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক রায়হান আমিন রনি ও তার সতীর্থ বিশ্বজিৎ পাল। আগমনের ৮ মিনিটের মাথায় ব্যানারসহ তারা আটক হন।

 
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ৩টা ১৮ মিনিটে তাদের আটক করেন কার্যালয়ের অদূরে দায়িত্বরত গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
 
রনি ও বিশ্বজিৎ বেলা ৩টা ১০ মিনিটে কার্যালয়ের সামনে আসেন। তাদের আনা ব্যানারে লেখা ছিল- ‘বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাণঢালা শুভেচ্ছা। ’
 
পুলিশ ব্যানার টাঙানোর অনুমতি না দিলেও তারা অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ব্যানার খুলে ফটো-সাংবাদিক ও ডিবি কর্মকর্তাদের দেখান। এরপরই তাদের দুজনকে ডিবি সদস্যরা ডেকে গাড়িতে তুলে নিয়ে যান।
 
প্রসঙ্গত, বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে গৌরবান্বিত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে বিএনপি প্রধান খালেদা সোমবার শুভেচ্ছা জানান। এই আনন্দে বিজয় মিছিল ও আনন্দোৎসবের সুযোগ দিতে চলতি হরতালের ১২ ঘণ্টা (মঙ্গলবার) শিথিল করে দলটি।
 
এদিকে গুলশান থেকে রনি ও বিশ্বজিৎকে আটক করায় দলটির মিডিয়া উইং সদস্যরা নিন্দা ও প্রতিবাদ জানান।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫/আপডেট : ১৬১৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।