ফেনী: ফেনী জেলা সাইবার ইউজার দলের সদস্য সচিব ও ফেনী শহর ছাত্রদলের নেতা রশিদ আহম্মদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ফেনী শহরের চাড়িপুর এলাকায় রশিদের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ছাত্রদল নেতা রশিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হরতালে অটোরিকশায় আগুন ও ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫