কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে দাউদকান্দি পৌর জামায়াতের আমিরসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দাউদকান্দি পৌর জামায়াতের আমির আবুল কাশেম (৪৮), সুন্দলপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুজ্জামান (৫০), জামায়াত নেতা ইসমাইল হোসেন (২১), আল হেলাল (১৮), মহিউদ্দিন সোহেল (২৭), কামরুল হাসান (৪০), সাকিব (১৮), মো. ইয়াসিন (১৮), মো. হুমাইন (২২) ও খন্দকার হাসান (২০)।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম বাংলানিউজকে জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫