ঢাকা: দুই বছরেরও বেশি সময় আগে সম্মেলন হলেও পুরাতন কমিটি দিয়েই চলছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকা মহানগরের নতুন কমিটি গঠনের সম্ভাবনা নেই।
ইতোমধ্যেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি শেষ। জুনের আগে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
নির্বাচনের আগে নতুন কমিটি ঘোষণা দিলে দলীয় প্রার্থীদের নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন কমিটিতে আসার জন্য সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
কমিটি ঘোষণার পর যারা এই গুরুত্বপূর্ণ পদগুলোতে আসতে পারবেন না তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাদের মধ্যে সাময়িক মান-অভিমান ও ক্ষোভ-বিক্ষোভের ঘটনা থাকতে পারে। এর ফলে সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতা-কর্মীর ঐক্যদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়গুলো বিবেচনা করে নির্বাচনের আগে নতুন কমিটি গঠনের সম্ভাবনা কম বলেও ওই নেতারা মন্তব্য করেন।
২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন পর্যন্ত নতুন কমিটি দেওয়া না হবে ততদিন পুরোনো কমিটি বহাল থাকবে এবং কার্যক্রম পরিচালনা করবে।
এরপর থেকেই পুরোনো কমিটি দিয়েই চলছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগেরও উত্তর ও দক্ষিণ দুই কমিটি করার সিদ্ধান্ত হয়। কিন্তু দুই বছর পার হলেও কমিটি গঠন করা হয়নি। গত বছর ঢাকা মহানগরের অর্ন্তগত আওয়ামী লীগের থানা কমিটিগুলোরও সম্মেলন করা হয়। সম্মেলন হওয়া থানাগুলোতেও নতুন কমিটি দেওয়া হয়নি।
তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে বেশ কয়েকবার বলা হয়েছিলো শিগগিরই ঢাকা মহানগরের কমিটি দেওয়া হবে। এমনকি দলের কার্যনির্বাহী সংসদের সভায়ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হয় এবং শিগগিরই কমিটি গঠিত হবে বলে জানানো হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের কাছে জানতে চাওয়া হলে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে চাননি। হানিফ বাংলানিউজকে বলেন, মহানগরের কমিটি দেওয়া হলে জানতে পারবেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও কিছু বলতে পারেননি এ ব্যাপারে। তিনি বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে নতুন কমিটি হবে কিনা সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫