ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

অবশেষে ৩শ’ গজের বৃত্ত থেকে বেরিয়ে এলো বিএনপি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
অবশেষে ৩শ’ গজের বৃত্ত থেকে বেরিয়ে এলো বিএনপি! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: চলমান হরতাল-অবরোধ কর্মসূচির মিছিলকে ঘিরে নেতা-কর্মীরা প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। ৩শ’ গজের বৃত্তবন্দি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র মিছিলে কমে এসেছিল নেতা-কর্মীদের উপস্থিতি।



দলীয় কার্যালয় থেকে শহরের নতুন বাজার মোড়েই এতদিন মিছিল ঘুরপাক খেলেও, বিশ্বকাপে টাইগারদের কোয়ার্টার ফাইনালে ওঠা যেন সাবেক এ বিরোধী দলটিকে চেনা সেই বৃত্ত থেকে বের করে এনেছে।

মঙ্গলবার (১০ মার্চ) আনন্দ মিছিল ছাড়িয়ে গেছে ৩শ’ গজ অতিক্রম করে বিদ্যাময়ী স্কুল পর্যন্ত।

দীর্ঘদিন পর বৃত্তভাঙা এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মাঝেও যেন ফিরে এসেছে ফুরেফুরে মেজাজ।

দলের নিয়মিত কয়েক কর্মী জানান, বাংলাদেশ ক্রিকেট দলের এ অবিস্মরণীয় বিজয়কে অভিনন্দন জানিয়ে মিছিল হওয়ায় পুলিশও আর বাধা দেয়নি। একই সঙ্গে ময়মনসিংহের ছেলে মাহামুদুল্লাহ রিয়াদ রচনা করেছেন নতুন ইতিহাস। এসব দিক চিন্তা করে হয়তো পুলিশ একটু উদারতা দেখিয়েছে।  

এতে করে দলের নেতাদের মাঝেও একটু সাহস সঞ্চার হয়েছে। ফলে ৩শ’ গজ ডিঙিয়ে মিছিল গেছে ৫শ’ গজ পর্যন্ত। প্রায় এক বছর পর বড় একটি শোডাউনও হয়েছে।

দলীয় সূত্র জানায়, এদিন দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিলের নেতৃত্ব দেন দলীয় সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এসময় সংরক্ষিত আসনের সাবেক এমপি নূরজাহান ইয়াসমীন, বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, রতন আকন্দ, মাহাবুবুল আলম, যুবদল নেতা খন্দকার মাসুদ, ছাত্রদল নেতা উজ্জ্বল, শামসুল ইসলাম রাসেল, জিএস মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।