ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় আনন্দ মিছিল করেছে ভাটারা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে কুড়িল বিশ্ব রোড থেকে আনন্দঘন পরিবেশে মিছিলটি বের হয়।
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ও নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে মিছিলটি নতুন বাজার ঘুরে আবার বিশ্বরোডে এসে শেষ হয়।
এসময় বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ভাটারা থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. ইসরাফিল আশরাফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ ময়না, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, ভাটারা থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, তথ্য সম্পাদক জাহেদ আলী, যুবলীগের সভাপতি হাজী মো. লাইসউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫