ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী পলিটেকনিক শিবিরের সেক্রেটারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
রাজশাহী পলিটেকনিক শিবিরের সেক্রেটারি আটক

রাজশাহী: ছাত্র শিবিরের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সেক্রেটারি আনোয়ার হোসেনকে (২৭) আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।



‍আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শরৎপুর ইউনিয়নের মুক্তার হোসেনের ছেলে ও প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
 
মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি রাজশাহীতে ফিরেছেন, এমন খবর তাদের কাছে আগে থেকেই ছিলো। কিন্তু তার অবস্থান সনাক্ত করা যাচ্ছিল না। দুপুরে তিনি প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে অবস্থান করছেন, এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম কৌশলে তাকে সেখান থেকে আটক করে পরে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তাকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।