যশোর: বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে যশোরে আনন্দ মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে ইমরান (২২), বেজপাড়া এলাকার রাজু উদ্দিনের ছেলে ফয়সাল (২৪), একই এলাকার রিয়াজ হোসেনের ছেলে সাদ্দাম (২২), রবিউল আলমের ছেলে পিয়াল আলম (২০) ও রিয়াদ হোসেন (২০)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে জানান, বিকেলে সোনালী ব্যাংক এলাকায় জঙ্গিদের মিছিল হবে এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
তবে জেলা বিএনপির একাধিক নেতা জানান, বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫