রংপুর: যুবদলকর্মী রাসেলের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে বিপ্লব (২৭) নামে এক যুবকের হাতের কব্জি উড়ে গেছে।
পরে আহত অবস্থায় গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিসিৎসা নিতে গেলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নগরীর রবাটসনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনান পর পুলিশ ও র্যাব সদস্যরা বাড়িটিতে তল্লাশি চালিয়ে খালি কৌটা, তারকাঁটা, নুড়ি পাথর, পটাশসহ বোমা বানানোর বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
বিস্ফোরণের পর ওই বাড়ির সব সদস্য পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানায়, বিকেল ৫টার দিকে যুবদলকর্মী রাসেলের বাসায় বসে বোমা তৈরি করছিলো বিপ্লব নামে এক যুবক। এক পর্যায়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটলে হাতের কব্জি উড়ে যায় তার। ওই অবস্থায় তিনি পালিয়ে যান।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫