সিলেট: ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ায় সিলেটে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (১০মার্চ) নগরীতে আলাদা আলাদা আনন্দ মিছিল বের আওয়ামী লীগ ও বিএনপি।
দপুর সোয়া ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ, বিজিত চৌধুরী, সুজাত আলী রফিক, আজহার উদ্দিন জাহাঙ্গীর, অ্যাডভোকেট রণজিত সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মো. মখলু মিয়া, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ।
অন্যদিকে, সিলেটে বিজয় মিছিলে বেরিয়ে এলেন আত্মগোপনে থাকা অনেক বিএনপি নেতা। এতোদিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধ ও হরতালে মাঠে দেখা না গেলেও অনেক নেতাকে দেখা গেলো বিজয় মিছিলে।
বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর বিএনপি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন বিজয় সত্যিই প্রশংসনীয়। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিনন্দন জানিয়ে হরতাল শিথিল করেন।
এসময় জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকেও বাংলার দামাল ছেলেদের অভিনন্দন জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, আবুল কাহের শামীম, আলী আহমদ, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, আজমল বখত সাদেক, মিফতাহ সিদ্দিকী, ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, রেজাউল করিম আলো, আব্দুল জব্বার তুতু, মহানগর বিএনপির নেতা আফজাল উদ্দিন, সালাহ উদ্দিন মামুন প্রমুখ।
এছাড়া সিলেট জেলা ক্রীড়া সংস্থা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও যুবলীগ এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীতে বিজয় মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫