গুলশান কার্যালয় থেকে: দীর্ঘদিন পর আইনজীবীদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় দলের সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী খালেদার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ভেতরে ঢোকেন।
এর আগে বিকেলের দিকেও খালেদার এ দুই আইনজীবী সাক্ষাৎ করতে আসেন। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের কাছে দুঃখ প্রকাশ করে ফেরত পাঠান।
সন্ধ্যায় তারা আবার এলে কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।
বিকেলে আইনজীবীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, খালেদা জিয়ার নামে বড়পুকুরিয়া কয়লা খনি মামলাটির শুনানির তারিখ রয়েছে। সে বিষয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ ও পরামর্শের প্রয়োজনে তারা এসেছেন।
আইনজীবীদের বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, চলমান বৈঠকে খালেদা জিয়ার মামলার বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
** মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক
** খালেদার কার্যালয়ে দুই আইনজীবী
** খালেদার সঙ্গে দেখা করতে পারেননি দুই আইনজীবী