ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের মানুষ খালেদার ছোবলে দগ্ধ হতে রাজি নয়। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।



মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভারতে মোদি ক্ষমতায় আসায় খালেদা জিয়া এমন খুশি হয়েছিলেন যে, মোদি তাকে গদিতে বসিয়ে দেবেন। কিন্তু আর্ন্তজাতিক সমর্থন শেখ হাসিনার পক্ষেই রয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে শহীদ রফিক সড়কে এক পদযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।