ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে। তিনি ভালো আছেন।
এ বক্তব্য বিএনপি চেয়ারপারসনেরই দুই আইনজীবীর।
তার সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে দলের সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
তারা বলেন, ম্যাডামের সঙ্গে বৈঠকে সম্পূর্ণ আইনগত বিষয়ে কথা হয়েছে।
আগামীতে খালেদা জিয়া আদালতে যাবেন কিনা- সংবাদিকদের এ প্রশ্নের জবাবে তাদের উত্তর- পরিস্থিতি অনুযায়ী দেখতে পাবেন ম্যাডাম (খালেদা জিয়া) আদালতে যাবেন কিনা। এটা পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এর আগে এদিন বিকেলের দিকে খালেদার এই দুই আইনজীবী কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের কাছে দুঃখ প্রকাশ করে ফেরত পাঠান। সন্ধ্যায় তারা আবার এলে কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।
বিকেলে আইনজীবীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, খালেদা জিয়ার নামে বড়পুকুরিয়া কয়লা খনি মামলাটির শুনানির তারিখ রয়েছে। সে বিষয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ ও পরামর্শের প্রয়োজনে তারা এসেছেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
** আইনজীবীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে খালেদা
** মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক
** খালেদার কার্যালয়ে দুই আইনজীবী
** খালেদার সঙ্গে দেখা করতে পারেননি দুই আইনজীবী