ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘আদালতে খালেদার হাজিরা পরিস্থিতি বুঝে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
‘আদালতে খালেদার হাজিরা পরিস্থিতি বুঝে’ ছবি: সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম তার সঙ্গে সাক্ষাতে এলেন দুই আইনজীবী। দীর্ঘ সোয়া দুই ঘণ্টা বৈঠক শেষে তারা জানান, খালেদা আদালতে যাবেন কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।


 
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কার্যালয়ে প্রবেশ করেন খালেদার উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং দলের সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী।
 
বৈঠক শুরুর আগে তাদের কাছ থেকে জানা যায়, খালেদার বিরুদ্ধে চলমান বড় পুকুরিয়া মামলাটি নিয়ে কথা বলতে এসেছেন তারা।
 
সন্ধ্যা থেকে শুরু হওয়া বৈঠকটি শেষে রাত ৮টার দিকে কার্যালয় থেকে বের হন দুই আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তারা অতি সংক্ষেপে।
 
আদালতে হাজিরার আগামী তারিখে খালেদা যাবেন কিনা জানতে চাইলে নিতাই বলেন, সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। তখন যে পরিস্থিতি হবে, আপনারা দেখতে পাবেন।
 
বৈঠকে আইনগত বিষয়ের বাইরে কোন আলাপ হয়নি বলেও দাবি করেন নিতাই। তিনি বলেন, সম্পূর্ণ আইনগত বিষয়ে কথা হয়েছে আমাদের।
 
সঙ্গে তিনি এও বলেন, ম্যাডামের(খালেদা জিয়া) মনোবল দৃঢ় আছে। তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
 
আইনজীবীরা দ্বিতীয় চেষ্টায় কার্যালয়ে ঢোকার অনুমতি পান। এর আগে বিকেলে একবার তারা খালেদার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের কাছে দুঃখ প্রকাশ করে ফেরত পাঠান। সন্ধ্যায় তারা আবার এলে কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।

বিকেলে ফিরে যাওয়ার মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিতাই বলেন, খালেদা জিয়ার নামে বড় পুকুরিয়া কয়লা খনি মামলাটির শুনানির তারিখ রয়েছে। সে বিষয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ ও পরামর্শের প্রয়োজনে এসেছি।
 
তবে বৈঠকের দীর্ঘ সময় বিবেচনায় অনুমান করা হচ্ছে, বিভিন্ন বিষয়েই আলাপ-পরামর্শ হয়েছে তাদের। আইন-আদালত সংশ্লিষ্ট বিষয়গুলোতে খালেদার পরবর্তী পদক্ষেপ নির্ধারণের ক্ষেত্রে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
 
এদিকে গুলশান সূত্রও জানায়, আদালতে হাজিরার ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়াগুলো নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। খালেদা নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্তে রয়েছেন এখনো। আদালতে হাজিরার ক্ষেত্রে নিজের নিরাপত্তার বিষয়টি তুলে ধরছেন তিনি। আইনজীবীরা তাকে আইনের দৃষ্টিতে কল্যাণকর হবে কোন সিদ্ধান্তগুলো- সেগেলো ব্যাখ্যা করেছেন বৈঠকে।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

** ‘খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে’
** আইনজীবীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে খালেদা
** মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক
** খালেদার কার্যালয়ে দুই আইনজীবী
** খালেদার সঙ্গে দেখা করতে পারেননি দুই আইনজীবী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।