ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যানারে আছেন, বাস্তবে নেই!

এম আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ব্যানারে আছেন, বাস্তবে নেই! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: অনেকদিন ধরেই রাজনীতির মাঠ থেকে দূরে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। তবে হঠাৎ করেই তাকে দেখা গেলো ক্রিকেটের বিজয় মিছিলের ব্যানারে।



বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার নতুন বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপির একাংশ।

ওই মিছিলের ব্যানারের ডান দিকে বড় করে এ নেতার ছবি জুড়ে দেওয়া হয়। তবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি দেওয়া হয়েছে ছোট করে। ব্যানারের বাম পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তুজার ছবি।

অথচ ২০ দলীয় জোটের চলমান আন্দোলন সংগ্রামের মাঠ থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন এ নেতা। এ ঘটনায় হাস্যরসাত্মক আলাপ আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ চলছে দলীয় পরিমণ্ডল ও উপজেলা সদরে।

এলাকাবাসী বলেন, ব্যানারে ছবি সংযোজন না করে মোর্শেদ প্রকাশ্যে এসে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অন্তত এ আনন্দ মিছিলের কর্মসূচি পালন করতে পারতেন।

স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, প্রায় তিন মাস ধরে ভালুকায় দলীয় আন্দোলন সংগ্রামে একদিনের জন্যও মাঠে নামেননি ইউপি চেয়ারম্যান মোর্শেদ আলম ও ফখরুদ্দিন বাচ্চু।

টাকার জোরে মোর্শেদ আলম দলের বড় পদ বাগিয়ে নিয়েছেন উল্লেখ করে নেতা-কর্মীরা বলেন, এখন দলের প্রয়োজনে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে দলীয় রাজনীতিতে চরম সংকটের পাশাপাশি লেজেগুবরে অবস্থা তৈরি হয়েছে।

মিছিলে নেতৃত্ব দেওয়া ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান মজু বলেন, মোর্শেদ ভাই ঢাকায় আছেন। তিনিই এ আনন্দ মিছিল করতে বলেছেন। এখন সেভাবে দলীয় কর্মসূচি পালিত হয় না, তাই তিনিও ভালুকায় আসেন না।

তবে কী মোর্শেদ আলম ব্যানারে রয়েছেন, বাস্তবে নেই!- এমন প্রশ্ন এড়িয়ে যান এ বিএনপি নেতা।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, মোর্শেদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় কোনো মামলা নেই।

কেনো মোর্শেদ আলম রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত তা তিনি বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।