ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সন্তু লারমাকে ঠেকাতে হরতাল বাড়িয়ে ৭২ ঘণ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
সন্তু লারমাকে ঠেকাতে হরতাল বাড়িয়ে ৭২ ঘণ্টা

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি সন্তু লারমার বান্দরবান সফর ঠেকাতে ৪৮ ঘণ্টার হরতাল বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার থেকে এ হরতালের ঘোষণা দেয় ‘জাগো পার্বত্যবাসী’ নামে এক সংগঠন।



পরে রাতে সংগঠনের পক্ষ থেকে বুধবারও হরতালের সিদ্ধান্ত জানানো হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে জাগো পার্বত্যবাসী সংগঠনের সভাপতি আবিদুর রহমান বলেন, বান্দরবান পার্বত্য জেলা নিয়ে নতুন ষড়যন্ত্র করতে ১২ ও ১৩ মার্চ দুই দিনের সফরে সন্তু লারমার বান্দরবান আসার কথা রয়েছে। কিন্তু পাহাড়ে সংঘাত সৃষ্টির মদদদাতাকে কোনোভাবেই বান্দরবান প্রবেশ করতে দেওয়া হবে না।

এ সময় সংগঠনটির নেতা মোহাম্মদ কামাল, আব্দুল আলীম মুন্না, যুবনেতা গোলাম সরোয়ার সোহাগ, শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান সদরের ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজিত জেলা সম্মেলনে যোগ দিতে ১২ ও ১৩ মার্চ দুদিনের সফরে বান্দরবান যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।