ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

চান-তারা ছেড়ে আলোচনার কথা বলুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
চান-তারা ছেড়ে আলোচনার কথা বলুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আগে জামায়াত ছাড়ুন, চান-তারা পতাকা ছাড়ুন, পরে আলোচনার কথা বলুন। তারপর ভেবে দেখা যাবে কি করা যায়।

আর যতদিন চান-তার পতাকা না ছাড়বেন, ততদিন খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় যেতে পারবেন না।  

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া গাবতলী উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা একথা বলেন।

১৪ দলের উদ্যোগে দেশব্যাপী নৈরাজ্য, পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে এ জনসভা আয়োজন করা হয়।

বাদশা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন করা না হলে দেশে আরেকটি এক ১/১১’র জন্ম হতো। তাই সংবিধান ঠিক রাখতেই নির্বাচনটি করা হয়েছে। নির্বাচনের পর দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা বারবার দেশকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এরই ধারবাকিতায় মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার মতো মানুষকে দিয়ে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের জন্য যেভাবে মুক্তিযুদ্ধে জীবন দিয়েছি, প্রয়োজনে সেভাবেই যুদ্ধ করে আবারও দেশকে রক্ষা করবো।
       
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।