গুলশান কার্যালয় থেকে: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছেন তার চিকিৎসক ডা. মুজিবুর রহমান ভূঁইয়া।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো অর্ডিনেটর প্রফেসর মুজিবুর গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
তিনি খালেদার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ধারাবাহিকতায় এসেছেন বলে কার্যালয় থেকে জানানো হয়।
এর আগে খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে আইনজীবী অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায়ও জানান, খালেদা সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
চিকিৎসক আসার আগে খালেদার বোন ও ভাইয়ের স্ত্রী আসেন। খালেদার এই আত্মীয়ারা অবশ্য নিয়মিতই এসে দেখা করেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, মার্চ ১০, ২০১৫
** ‘আদালতে খালেদার হাজিরা পরিস্থিতি বুঝে’
** ‘খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে’
** আইনজীবীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে খালেদা
** মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক
** খালেদার কার্যালয়ে দুই আইনজীবী
** খালেদার সঙ্গে দেখা করতে পারেননি দুই আইনজীবী