গুলশান কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন। তবে তার সঙ্গে অবস্থানরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদার চিকিৎসক ডা. মুজিবুর রহমান ভূইঁয়া।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশান কার্যালয়ে আসেন তিনি। সোয়া ১০ টার দিকে বের হলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। তবে তার সঙ্গে থাকা চার-পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
কার্যালয় সূত্রে আগেই জানা গিয়েছিল, খালেদার কার্যালয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা হোসেন ও খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল মাঝে মধ্যেই বেশ অসুস্থ হয়ে পড়ছেন। কারণ এভাবে জীবনযাপনে তারা অভ্যস্ত নন।
এছাড়া খালেদার একান্ত সহকারী শিমুল বিশ্বাসেরও শারীরিক অসুস্থতার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছিল।
অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর প্রফেসর মুজিবুর খালেদার চিকিৎসায় নিয়মিতই গুলশানে আসেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারও এসেছেন বলে কার্যালয় সূত্র জানায়।
খালেদার শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তার কথা এর আগে জানান তার আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চেৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ম্যাডাম (খালেদা) সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
ডা. মুজিবুর আসার আগে খালেদার বোন ও ভাইয়ের স্ত্রী কার্যালয়ে আসেন। খালেদার এই আত্মীয়ারা অবশ্য নিয়মিত এসে দেখা করেন ও মাঝে মাঝে কার্যালয়ে রাতও কাটান খালেদার সঙ্গে।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘন্টা, মার্চ ১০, ২০১৫
** খালেদার স্বাস্থ্য পরীক্ষায় কার্যালয়ে চিকিৎসক
** ‘আদালতে খালেদার হাজিরা পরিস্থিতি বুঝে’
** ‘খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে’
** আইনজীবীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে খালেদা
** মজবুত হচ্ছে খালেদার কার্যালয় ফটক
** খালেদার কার্যালয়ে দুই আইনজীবী
** খালেদার সঙ্গে দেখা করতে পারেননি দুই আইনজীবী