ঢাকা: রিমান্ডে পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাকে ঢামেক নতুন ভবনের তৃতীয় তলার হৃদরোগ বিভাগে নিয়ে যায়।
কতর্ব্যরত চিকিৎসক ডা. তাওসিন মান্নার চিকিৎসা দিচ্ছেন। তিনি বাংলানিউজকে জানান, তার (মান্না) উচ্চরক্তচাপ রয়েছে। পরীক্ষার করে দেখা হচ্ছে।
রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড শেষে শনিবার ফের (৭ এপ্রিল) ১০ দিনের রিমান্ডে নেয়া হয় মান্নাকে।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫