মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সদর থানায় পাঁচ, গাংনী থানায় ছয় ও মুজিবনগর থানায় চারজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দুপুরে কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে ১৫ বিএনপি কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫